spot_img

বিশেষ সম্মাননা পেলেন কা’বার ইমাম

অবশ্যই পরুন

মক্কার পবিত্র মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন বালিলাহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এ সম্মাননা স্মারক প্রদান করেন।

গত ১৯ জুলাই আরাফার ময়দানে তিনি হজের খুতবা প্রদান করেছেন। এরপর দিন তিনি কাবা প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজে ইমামতি করেছেন। সব দায়িত্ব সুন্দরভাবে পালন করায় তাঁকে এ সম্মাননা দেয়া হয়।

শায়খ বান্দার বিন বালিলাহ তায়েফ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। ২০১৩ সাল থেকে তিনি মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় নির্দেশনায় শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাকে দেশটির কাউন্সিল অব সিনিয়র স্কলারসের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

সর্বশেষ সংবাদ

১১ আগস্ট থেকে খুলবে দোকানপাট

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ