spot_img

দেশের জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে: গয়েশ্বর

অবশ্যই পরুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে কর্মশালায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা পালাতে পারবে কিনা এমন আশঙ্কা আছে। জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। সংস্কারের নামে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা দেখা প্রয়োজন। ভাঙচুরের নামে বাজে ট্রেডিশন চললে সংস্কার করে কি লাভ।

অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান, দেরি না করে সময় মতো নির্বাচন আয়োজন করুন।

বর্তমান সরকারকে পেছন থেকে কারা ইন্ধন দিচ্ছে তা দেশের মানুষ জানে মন্তব্য করে ইসলামের নামে কারা দখলবাজি করছে তা বিভিন্ন দপ্তরে গেলে জানা যাবে।

সর্বশেষ সংবাদ

২০ বছর আগের হত্যাকাণ্ডে পাঁচজনের যাবজ্জীবন, সাতজন খালাস

পিরোজপুরে একটি হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও...

এই বিভাগের অন্যান্য সংবাদ