spot_img

হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোয় ব্রিটিশ মন্ত্রী বরখাস্ত

অবশ্যই পরুন

হোয়াটসঅ্যাপে ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের প্রতি আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন আপত্তিকর এবং অপমানজনক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন বলে একটি সংবাদপত্র সংবাদ প্রকাশ করার পর মন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

সংবাদমাধ্যম মেইল অন সানডে এ বিষয়ে রিপোর্ট করার পর গর্টন এবং ডেন্টনের এই এমপিকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে পাঠানো আপত্তিকর এবং অপমানজনক এসব বার্তায় অ্যান্ড্রু গুয়েন ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের অপমান করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

যুক্তরাজ্যের একজন সরকারি মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ‘সরকারি পদে যারা আছেন, তাদের উচ্চ মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং যেকোনো মন্ত্রী এই মান পূরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্ড্রু গুয়েন বলেছেন, ‘অত্যন্ত বাজেভাবে ভুল বিচার করা’ মন্তব্যের যেকোনো অপরাধের জন্য তিনি দুঃখিত।

তিনি আরও বলেছেন, আমি প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির সিদ্ধান্ত বুঝতে পেরেছি এবং যদিও বরখাস্ত করা খুবই দুঃখজনক, তারপরও আমি যেকোনো উপায়ে তাদের সমর্থন করবো।

লেবার পার্টির একজন সরকারি মুখপাত্র বলেছেন, ৫০ বছর বয়সী গুয়েনকে পার্টির সদস্য হিসাবে ‘প্রশাসনিকভাবে বরখাস্ত করা হয়েছে’। তিনি আরও বলেছেন, লেবার পার্টির নিয়ম ও পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে করা মন্তব্য তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই মুখপাত্র আরও বলেছেন, ‘যদি কোনও ব্যক্তি লেবার পার্টির সদস্য হিসাবে তাদের কাছ থেকে প্রত্যাশিত উচ্চ মান লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয় তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ সংবাদ

সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সেনাসদরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ