আরিয়ান খানের প্রথম পরিচালিত বলিউড সিরিজ ‘দ্যা ব্যাডঅ্যাস অফ বলিউড’-এর উদ্বোধন হয়ে গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের নেটফ্লিক্স ইভেন্টে উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সঙ্গে ছিলেন গৌরি খান ও সুহানা খানও। তবে এ দিন খুদে আব্রাম খান ছিলেন না। আর সেখানে বাবা-মেয়ের একটি মজার ঘটনা ঘটলো ক্যামেরার সামনেই।
একটি ভিডিওতে দেখা যায়, পারিবারিক ফ্রেমের জন্য পোজ দিচ্ছিলেন শাহরুখ পরিবার। সেই সময় মেয়ের পোশাক ঠিক করে দেন কিং খান। সুহানা বেশ মজা পান বাবার কাণ্ডে, এসময় মুচকি হাসতেও দেখা যায় তাকে।
ব্যাপারটা নজর এড়ায়নি আরিয়ান আর গৌরিরও। দাদা একবার আড়চোখে দেখে নেয় বোনকে। আর গোটা সময়টাকেই মুখে হাসি গৌরীর। আসলে তিনি খুব ভালো করেই জানেন বাবা হিসেবে তার স্বামী কতটা দায়িত্বশীল।
সুহানা, আরিয়ান বা আব্রামকে নিয়ে কথা বলতে গেলেই খুশি-গর্ব ফুটে ওঠে বাদশাহর গলাতে। ছেলেমেয়েদের শৈশবের গল্প বলতেও বেশ পছন্দ করেন তিনি। এদিন আরিয়ানের অভিষেক প্রোজেক্ট ঘোষণার সময় একটি মজাদার গল্প শেয়ার করে নিতে দেখা যায় শাহরুখকে।
অভিনেতা বললেন, ‘আরিয়ান ও সুহানা যখন বড় হচ্ছিল, তখন আমার বন্ধুরা বাড়িতে আসত। করণ (জোহর), আদি (আদিত্য চোপড়া), হৃতিকের (রোশন) মতো অভিনেতারা আসতেন। যখন তারা এই সমস্ত লোককে বাড়িতে দেখত, আমাকে জিজ্ঞাসা করত, বিশ্বের সবাই কি টিভিতে অভিনয় করে? কারণ এদেরকে ওরা টিভিতেই দেখত। এমন একটা পরিবেশে ওরা বড় হয়েছে।’
নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট গত নভেম্বরে এই সিরিজের ঘোষণা করেছিল। জানা গেছে, ৬ পর্বের এই সিরিজে সালমান খান, শাহরুখ, রণবীর কাপুর, বাদশা ও ববি দেওলের ক্যামিও দেখা যাব। আরিয়ান গত বছরের মে মাসে তার সিরিজের শুটিং শেষ করেছেন।