তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আল-জোলানি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করেন।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা সাবেক এই বিদ্রোহী নেতা দ্বিতীয়বারের বিদেশ সফরে বর্তমানে তুরস্কে রয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তুরস্কের রাজধানীতে পৌঁছানোর পরপরই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন আল-জোলানি।
বিমানবন্দরের ভিডিও ফুটেজে দেখা যায়, তুরস্কের সরকারি একটি বিমানে করে আঙ্কারার বিমানবন্দরে পৌঁছান সিরিয়ার প্রেসিডেন্ট। সিরিয়ার এই প্রেসিডেন্ট সৌদি আরব থেকে তুরস্ক সফরে গেছেন। সফরকালে উপসাগরীয় অঞ্চলের শক্তিশালী অর্থনীতির দেশ সৌদির কাছ থেকে সিরিয়া পুনর্গঠনে অর্থায়ন এবং ১৩ বছরের গৃহযুদ্ধের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে সহায়তা চেয়েছেন তিনি।
এর আগে গত ৮ ডিসেম্বর সিরিয়ার ইসলামপন্থি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন আন্দোলনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতায় আসেন নতুন এই নেতা। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আল-জোলানির সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আসাদের পতনের পর সিরিয়ায় নিজেদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করেছে তুরস্ক। একইসঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধান ও শীর্ষ কূটনীতিককে আলোচনার জন্য সিরিয়ায় পাঠায় আঙ্কারা।
এদিকে সোমবার এরদোয়ানের যোগাযোগবিষয়ক প্রধান ফাহরেতিন আলতুন বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় দেশের অর্থনীতি পুনরুদ্ধার, টেকসই স্থিতিশীলতা এবং সুরক্ষার জন্য যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট এরদোয়ান।
নিজদের অর্থনৈতিক সঙ্কট থাকা সত্ত্বেও সিরিয়া পুনর্গঠনে সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। এর বিনিময়ে উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের অবস্থানের প্রতি দামেস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে আঙ্কারা। মার্কিন সমর্থিত সিরিয়ার ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) বিরুদ্ধে লড়াই করছে আঙ্কারা-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী।
সূত্র : এপি