মোশতাক আহমেদে মজেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের এই স্পিন কিংবদন্তীকে আবারো দলের সাথে যুক্ত করেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফিতেও টাইগারদের সঙ্গী হবেন মোশতাক।
গেল কিছু সিরিজে বাংলাদেশ দলের সাথে নিয়মিতই ছিলেন মোশতাক আহমেদ। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।
তবে এই পাকিস্তানিকে কোচকে ছাড়াই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়েছিলেন মেহেদী মিরাজ-নাসুম আহমেদরা। তবে ফের টাইগার শিবিরে ফিরছেন তিনি।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের স্পিন বোলিং হিসেবে আবারো কাজ করবেন মোশতাক। তবে এবারো হয়নি দীর্ঘ মেয়াদি চুক্তি, শুধু ঘরের মাঠে আয়োজিত এই আসরে টাইগারদের সাথে থাকবেন তিনি।
সবকিছু ঠিক থাকলে ১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিমানে উঠবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের ভেন্যু দুবাইয়ে দলের সাথে যোগ দেয়ার কথা মোশতাকের।