spot_img

কুনিম্যানের কাছে শ্রীলঙ্কার লজ্জার হার

অবশ্যই পরুন

সিরিজ শুরুর অল্প কদিন আগেও অনিশ্চিত ছিলেন ম্যাথিউ কুনিম্যান। বিগ ব্যাশ খেলতে গিয়ে হাতের বুড়ো আঙুলের স্থানচ্যুতি আর ভাঙন হয়েছিল। তবু উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় ঠিকই তাকে রেখে দেয়া হয়েছিল স্কোয়াডে। গলে প্রথম অনুশীলনের পরেই জানা গিয়েছিল, কুনিম্যান থাকছেন প্রথম ম্যাচে।

শেষ পর্যন্ত গলে শ্রীলঙ্কার লজ্জাজনক হারে বড় ভূমিকা রেখেছেন এই স্পিনারই। চতুর্থ দিনে দুই ইনিংস মিলিয়ে ১৫ উইকেট হারিয়েছে ধনাঞ্জয়া ডি সিলভার দল। আর তাতেই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। টেস্টে এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় হার। আর অস্ট্রেলিয়ার জন্য চতুর্থ সর্বোচ্চ ব্যবধানের জয়।

জয়ের ভিতটা আগেই গড়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। উসমান খাজার রেকর্ডগড়া ২৩২ তো ছিলই, সঙ্গে স্টিভ স্মিথ এবং জশ ইংলিশের সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে দিয়েছিল বড় এক সংগ্রহ। জবাবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল ১৬৫ রানে। আর দ্বিতীয় ইনিংসে ফলো-অনে নেমে শ্রীলংকা গিয়েছিল ২৪৭ পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

নয় মাস পর খুলল রাফাহ ক্রসিং

গাজার আহত ও অসুস্থ ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য মিশরে যাওয়ার সুযোগ করে দিতে নয় মাস পর খুলে দেওয়া হলো রাফাহ...

এই বিভাগের অন্যান্য সংবাদ