spot_img

সাইফের ওপর হামলার ঘটনায় এবার এক নারী গ্রেপ্তার

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হলেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) নদিয়ার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

পুলিশের দাবি, ওই নারীর সঙ্গে সাইফের উপর হামলাকারীর সংযোগ রয়েছে। ওই নারীর সাহায্যেই নাকি বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন সাইফের হামলাকারী শরিফুল। সেই নারী মুর্শিদাবাদের আন্দুলিয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইতোমধ্যেই ধৃতকে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে বেশ কয়েক দিন হাসপাতালেই ভর্তি ছিলেন সাইফ। এখন অনেকটাই সুস্থ। বাড়ি ফিরেছেন অভিনেতা। ইতোমধ্যেই সেই রাতের ঘটনা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। কিন্তু বুধবার মধ্যরাতে কী ঘটেছিল তা সঠিক একমাত্র সাইফই বলতে পারতেন। কারণ, সে রাতে ওই পরিস্থিতিতে তিনিই মোকাবিলা করেছিলেন হামলাকারীকে। বাড়ি ফিরে পুলিশের কাছে সেই রাতের ঘটনার পুনঙ্খানুপুঙ্খ বর্ণনাও দিয়েছেন সাইফ। বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ।

সর্বশেষ সংবাদ

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং তার আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি...

এই বিভাগের অন্যান্য সংবাদ