spot_img

সিলেটকে হারিয়ে প্লে-অফে বরিশাল

অবশ্যই পরুন

বিপিএলে তামিম ইকবালের ব্যাটে আরও একটি জয় এলো ফরচুন বরিশালের। রবিবার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। এদিন আগে ব্যাটিং করে সিলেট ১১৬ রান অলআউট হয়েছে। জবাবে বরিশাল ২ উইকেট হারালেও তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ব্যাটে ২৪ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করেছে। ইনিংসের শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিতের পাশাপাশি নিজের তৃতীয় হাফসেঞ্চুরি পূরণ করেছেন তামিম। এই জয়ে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে বরিশালের অবস্থান এখন দুই নম্বরে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক আরিফুল হক। প্রথমে মোহাম্মদ নবী এবং পরবর্তীতে ফাহিম আশরাফের বোলিং তোপে পড়ে সিলেট। বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সিলেটের কোনও ব্যাটারই থিতু হতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান আসে আহসান ভাট্টির ব্যাট থেকে। এছাড়া জাকের আলী ২৪, তানজিম হাসান সাকিব ১৩ এবং আরিফুল হকের ১২ রানে সিলেট কোনও রকমে ১১৬ রান সংগ্রহ করে।

বরিশালের হয়ে সেরা বোলার আশরাফ। ৭ রান খরচায় পাকিস্তানি এই পেসার নিয়েছেন ৫টি উইকেট। ম্যাচসেরাও তিনি। এছাড়া নবী ও জেমস ফুলার নিয়েছেন দুটি করে উইকেট। রিশাদ নেন একটি উইকেট।

জবাবে দলীয় ৩৯ রানে তাওহীদ হৃদয় (৬) ও ডেভিড মালান (৯) আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি বরিশালের। তৃতীয় উইকেটে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম মিলে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেছেন। মুশফিক ৩০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪২ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে তামিম ৫১ বলে ৬ চারে অপরাজিত ছিলেন ৫২ রানে।

সিলেটের বোলারদের মধ্যে নাহিদুল ইসলাম ও সুমন খান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ