spot_img

ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার ক্লাব রিয়াল মাদ্রিদ

অবশ্যই পরুন

ফুটবল ক্লাবের ইতিহাসে এক বছরে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড স্পর্শ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চবার লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা রিয়াল প্রথম ক্লাব হিসেবে এই এলিট তালিকায় প্রবেশ করল।

বুধবার (২২ জানুয়ারি) আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েট তাদের মানি লিগের জরিপে এই খবর জানিয়েছে। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু সংস্কার করায় ক্লাবটির আয় বেড়েছে বলে জানিয়েছে আর্থিক কনসালটিং ফার্মটি।

২০২৩/২০২৪ সিজনে ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ ১.০৬৫ বিলিয়ন ইউরো আয় করে তালিকার শীর্ষে রয়েছে।

তালিকায় রিয়ালের পরেই রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তাদের আয় ৮৩৮ মিলিয়ন ইউরো। তার পরেই রয়েছে ৮০৬ মিলিয়ন ইউরো আয় করা পিএসজি।

শীর্ষ পাঁচের বাকি দুটি ক্লাব যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড (৭৭ কোটি ১০ লাখ ইউরো) ও বায়ার্ন মিউনিখ (৭৬ কোটি ৫০ লাখ ইউরো)।

রিয়াল ১০০ কোটি ইউরোর বেশি আয়ের ২৪ কোটি ৮০ লাখ আয় করেছে ম্যাচ ডে থেকে, সম্প্রচার স্বত্ব থেকে আয় করেছে ৩১ কোটি ৬০ লাখ ইউরো এবং বাণিজ্যিক খাত থেকে এসেছে ৪৮ কোটি ২০ লাখ ইউরো। ম্যাচ ডে থেকে আয়ের ক্ষেত্রে বাকিদের চেয়ে অনেক এগিয়ে রিয়াল।

মূলত রিয়ালের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নতুন বার্নাব্যু স্টেডিয়াম। স্টেডিয়ামের ধারণক্ষমতা বৃদ্ধি বা ম্যাচ ডে’তে প্রিমিয়াম অফার চালুর মাধ্যমে ম্যাচ ডে আয় বাড়িয়েছে। ম্যাচ আয়োজন করে ২৫১ মিলিয়ন ইউরো আয় করেছে ক্লাবটি, যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেশি। নতুন ভিআইপি সিটে অতিরিক্ত ৮৩ মিলিয়ন ইউরো আয় হয়েছে তাদের। এছাড়া মার্কেটিং ও বিজ্ঞাপন চুক্তিতে বাণিজ্যিক আয় ২৬% বৃদ্ধি পেয়েছে এবং সম্প্রচার আয় বেড়েছে ৮%।

প্রসঙ্গত, ডেলয়েটেরে প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ স্কোয়াডের বাজারমূল্য ১.৩৬৪ বিলিয়ন ইউরো। একই সঙ্গে ক্লাবের ব্যবসায়িক মূল্য ৫.০৯৭ বিলিয়ন ইউরো।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার সাথে নৌঘাঁটি চুক্তি বাতিল করল সিরিয়ার নতুন সরকার

রাশিয়ার সাথে নৌঘাঁটি চুক্তি বাতিল করেছে সিরিয়ার নতুন সরকার। স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। মস্কো টাইমসের খবরে বলা হয়েছে,...

এই বিভাগের অন্যান্য সংবাদ