মাত্র ২৩ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়লো মালয়েশিয়া। স্বাগতিক মালয়েশিয়া শ্রীলঙ্কার বিপক্ষে অলআউট হয়েছে মাত্র ২৩ রানে। মেয়েদের যে কোনো পর্যায়ের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই এখন সর্বনিম্ন রানের রেকর্ড।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভার ১ বলে ২৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড স্কটল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের। ২২ রানে অলআউট হয়ে লজ্জার সেই রেকর্ড স্কটিশদের দখলে।