spot_img

সীমান্ত ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব, পররাষ্ট্রসচিবের উদ্বেগ প্রকাশ

অবশ্যই পরুন

বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সাম্প্রতিক কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। তিনি ১২ জানুয়ারি, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের এ উদ্বেগ জানাতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সচিব ভারতের হাইকমিশনারের কাছে উল্লেখ করেন, বিএসএফের অননুমোদিত কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে, যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণ যথাযথ অনুমোদন ছাড়া দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের সামঞ্জস্য এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশকে ক্ষুণ্ন করে।

পররাষ্ট্র সচিব আরও বলেন, এই ধরনের কার্যকলাপের ফলে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং আশা প্রকাশ করেন যে, আসন্ন বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা সম্ভব হবে। এছাড়া, সুনামগঞ্জে বিএসএফের হাতে এক বাংলাদেশি নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান।

তিনি ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের হত্যাকাণ্ডের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান।

ভারতীয় কর্তৃপক্ষ বারবার অ-প্রাণঘাতী কৌশল অনুসরণের প্রতিশ্রুতি দিলেও এই ধরনের হত্যাকাণ্ড অব্যাহত থাকার বিষয়টিও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র সচিব ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান, যা সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে।

এর আগে হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের জানান, সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনের বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে।

প্রণয় ভার্মা আরও বলেন, অপরাধ দমনে সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতার মনোভাব থাকাও প্রয়োজন। সীমান্তের বেড়া নির্মাণে সহযোগিতামূলক মনোভাব আশা করি আমরা বলে জানান তিনি।

এর আগে, ভারতের আগরতলা ও অন্যান্য মিশনে হামলার ঘটনায় ৩ ডিসেম্বর তাকে তলব করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

বিএনপি সংস্কারবিরোধী বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: মির্জা ফখরুল

একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ