spot_img

ব্যালন ডি’অর জয় নিয়ে প্রশ্ন তোলায় অবাক রদ্রি, যা বললেন রোনালদোকে

অবশ্যই পরুন

২০২৪ সালে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব‌‍্যালন ডি’অর জয় নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। স্প্যানিশ মিডফিল্ডার জানিয়েছেন, এই পুরস্কার নিয়ে রোনালদোর প্রশ্ন তোলার কারণ তিনি বুঝতে পারছেন না।

রোনালদো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০২৪ সালে ব‌‍্যালন ডি’অর জেতার যোগ্য দাবিদার ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এই পুরস্কার ভিনিসিয়ুসকে না দিয়ে রদ্রিকে দেয়া অন্যায্য বলে মন্তব্য করেন পাঁচবারের ব‌‍্যালন ডি’অর জয়ী রোনালদো।

এ বিষয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর সঙ্গে আলাপচারিতায় রদ্রি বলেন, সত্যি বলতে, আমি অবাক হয়েছি। কারণ রোনালদো নিজে জানেন, এই পুরস্কার কীভাবে দেয়া হয় এবং বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া কী। সাংবাদিকরাই ভোট দেন এবং তারা মনে করেছেন, আমিই এই পুরস্কার পাওয়ার যোগ্য। যেসব সাংবাদিক একসময় তাকে বিজয়ী হিসেবে ভোট দিয়েছিলেন, তখন তিনি সেটি মেনে নিয়েছিলেন।

গত অক্টোবর মাসে ব‌‍্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রের পুরস্কার না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় স্প্যানিশ ক্লাবটি।

২০২৩-২৪ মৌসুমে ভিনিসিয়ুস রিয়ালের হয়ে ৩৯টি ম্যাচে ২৪টি গোল করেন। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে তার অবদান ছিল অসাধারণ।

অন্যদিকে, ম্যানচেস্টার সিটির হয়ে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি। স্পেন জাতীয় দলের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেও দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। যদিও ফাইনালে চোটের কারণে দ্বিতীয়ার্ধে মাঠে থাকতে পারেননি।

রদ্রি মনে করেন, তার সাফল্যই তাকে এই পুরস্কার এনে দিয়েছে এবং বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা অপ্রাসঙ্গিক।

সর্বশেষ সংবাদ

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার...

এই বিভাগের অন্যান্য সংবাদ