মিরপুরের উইকেট মানেই লো স্কোরিং ম্যাচ। ইতিহাস তেমনই বলে। কিন্তু এবার পাল্টে গেল দৃশ্যপট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হয়েছে আজ সোমবার। আর প্রথম দিনই দুটি ম্যাচে হলো রান বন্যা। যার দুটিতে জিতল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।
দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ১৯৮ রানের লক্ষ্য দেয় ফরচুন বরিশালকে। এরপর ১৮.১ ওভারই সেই লক্ষ্য পেরিয়ে ৪ উইকেটের জয় তুলে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। মিরপুরের মাঠেই পরের ম্যাচে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে রংপুর রাইডার্স। এরপর তারা ১৫১ রানে আটকে দেয় ঢাকা ক্যাপিটালসকে।
এদিন দুই ওপেনার ফিরে গেলে রংপুরের হাল ধরেন ইফতিখার আহমেদ ও সাইফ হাসান। শেষ খুশদিল শাহ ম্যাজিক। তাতেই তারা ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে তারা। তৃতীয় উইকেট জুটিতে সাইফ হাসানের সঙ্গে জুটি গড়েন ইফতিখার আহমেদ। ৬৫ বলে ৮৯ রান তুলেন দুজন। ৩৩ বলে ৪০ রান করা সাইফ হাসান আউট।
৩৮ বলে ৪৯ রান করেন ইফতিখার। খুশদিল শাহ ও নুরুল হাসান সোহান মিলে ১৮ বলে ৪১ রানের জুটি গড়েন। ২২ বলে ২৫ রান করে সোহান আউট। ২৩ বলে ৪৬ রানে অপরাজিত খুশদিল।
জবাবে নেমে পথ খুঁজে পায়নি চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। অথচ দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান বেশ লড়েছিলেন। দুজন গড়েন ৬৫ রানের জুটি। লিটন ৩১, তানজিদ ৩০। এরপর শুধু উইকেট পতনের মিছিল। শেষ অব্দি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ১৫১ রান। মেহেদী হাসান ৪ ওভারে ২৭ রানে নেন ৪ উইকেট। খুশদিল শাহর শিকার ২ উইকেট।