সমস্যায় জর্জরিত ম্যানচেস্টার সিটি ছেড়ে কোথাও যাচ্ছেন না বলে ইঙ্গিত দিয়েছেন কোচ পেপ গার্দিওলা। চ্যাম্পিয়নদের হতাশাজনক পতন ঠেকানোর জন্য তিনি সচেষ্ট বলেও দাবি জানিয়েছেন।
সম্প্রতি সিটির সাথে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন গার্দিওলা। যদিও ধারাবাহিক ব্যর্থতায় বারবারই ইত্তিহাদ স্টেডিয়ামে তার ভবিষ্যত নিয়ে কথা উঠেছে।
সব ধরনের প্রতিযোগিতায় গত ১৩ ম্যাচের নয়টিতেই পরাজিত হয়েছে সিটিজেনরা। এই সময়ের মধ্যে মাত্র একটিতে জয়ী হয়েছে সিটি। সমস্যা খুঁজে বের করতে না পারলে সিটি বসকে দল ছেড়ে চলে যাবারও আলোচনা উঠেছে।
গত সাত মৌসুমে গার্দিওলার অধীনে প্রিমিয়ার লিগে ছয়টি শিরোপা জয় করেছে সিটিজেনরা। বর্তমান পরিস্থিতি সামলে উঠতে এখনো আশাবাদী গার্দিওলা, ‘আমি চেষ্টা করবো, আমি আমার কাজ করে যাব। অনেক সময় মনে হয় খারাপ সময় দ্রুতই শেষ হয়ে যাবে, অথবা সেটা কাটিয়ে ওঠা সহজ হবে। কিন্তু বাস্তবে তা হয়না। আমি শেষ পর্যন্ত ছেড়ে দিবনা, এখানেই থাকতে চাই। আবারো নিজেকে প্রমান করতে চাই। এই পরিস্থিতির সাথে মানিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
অবশ্যই আমি ভালো কিছু করতে চাই, সেটা সবাই চায়। ক্লাবের পক্ষ থেকে দেখতে গেলে আমি কাউকে হতাশ করতে চাই না। বিশেষ করে যারা এই ক্লাবকে ভালবাসে। আমি মনে করি সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছে। এটা অনস্বীকার্য। সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে আমাদের আবারো ফিরতে হবে, যা আমরা আগেও করে দেখিয়েছি।’
সিটির হতাশাজনক পারফরমেন্সে ইনজুরি একটি বড় কারণ। এই মুহূর্তে প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে রয়েছে সিটিজেনরা।
ব্যালন ডি’অর বিজয়ী রড্রি দীর্ঘদিনের হাঁটুর ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। রুবেন দিয়াস, জন স্টোনস, এডারসন, কাইল ওয়াকার, জ্যাক গ্রিলিশ ও মাথেয়াস নুনেস বক্সিং ডে’তে এভারটনের সাথে ১-১ গোলের ড্রয়ে খেলতে পারেননি।
ম্যাচটিতে তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড পেনাল্টি মিস করেছেন। এই গোল করতে পারলে সিটি হয়তোবা জয়ী হতে পারতো। গত সাত ম্যাচে হালান্ড মাত্র এক গোল করেছেন। গার্দিওলা নরওয়েজিয়ান এই স্ট্রাইকার কিংবা তার সতীর্থদের কাউকেই অবশ্য দায়ী করছেন না, ‘অভিযোগ করার শিক্ষা আমার মধ্যে নেই। এটা হতেই পারে, এটাই জীবন। এটাই ফুটবল। এভাবেই সাফল্য খুঁজে নিতে হয়। কারণ কোন সময়ই কোন কিছু যথেষ্ট নয়। আমাদের বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতি তিনদিনে একটি করে ম্যাচ রয়েছে। আমরা দীর্ঘদিন ধরেই এভাবে খেলে অভ্যস্ত, অনেক ম্যাচে জয়ী হয়েছি। কিন্তু এখন সেটা হচ্ছেনা।’
সূত্র : বাসস