spot_img

বিগত ৩ নির্বাচনে কারচুপির প্রশ্রয়দাতাদের শাস্তির সুপারিশ করবে কমিশন: বদিউল আলম

অবশ্যই পরুন

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিগত তিনটি নির্বাচনকে বিতর্কিত করা, কারচুপিকে আশ্রয়-প্রশ্রয় দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে কমিশন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের এক মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনকে বিতর্কিত করা ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। কারণ অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায় তাহলে অন্যায়কে উৎসাহিত করা হয়।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। কারণ ইভিএম খুবই দুর্বল যন্ত্র। তাছাড়া, নির্বাচনে কোনো যন্ত্র ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত খুবই জরুরি।

এই মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, এনজিও, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন অফিসের প্রতিনিধিরা অংশ নেন।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ