spot_img

সচিবালয়ে অগ্নিকাণ্ড: শ্রম মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি

অবশ্যই পরুন

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

শ্রম মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মো. আবদুছ সামাদ আল আজাদকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উপসচিব মোহাম্মদ সাইদুর রহমান, সিস্টেম এনালিস্ট সুকান্ত বসাক ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এ. এস. এম. মেহরাব হোসেন। পাশাপাশি কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন উপসচিব মো. কামাল হোসেন।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পদের (আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ও অন্যান্য) ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। কমিটি প্রয়োজনে যেকোনো সদস্য কো-অপ্ট করতে পারবে। এছাড়া ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনার ফলে উদ্ভূত ক্ষয়ক্ষতি রোধে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশও করবে এই কমিটি।

প্রসঙ্গত, বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও ৫ ঘণ্টা সময় লাগে।

সর্বশেষ সংবাদ

আলিয়াকে নকল, সমালোচনায় দীপিকা!

সম্প্রতি বাবা-মা হয়েছেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। গতকাল ছিল বড়দিন। বিশেষ এই দিনে ক্রিসমাস পার্টির...

এই বিভাগের অন্যান্য সংবাদ