spot_img

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

অবশ্যই পরুন

দীর্ঘ পাঁচ ঘণ্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে সচিবালয়ের লাগা আগুন। বৃহস্পতিবার ভোর ৮টা ৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। সবশেষ ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সকালে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ১০ তলা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সোহানুর রহমান নয়ন নামে একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন।

এর আগে ভোর সাড়ে ৬টায় ফায়ার সার্ভিসের ডিজি জানান, ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সচিবালয়ের এই ভবনে অর্থ, শ্রম ও সড়ক পরিবহন, ডাক ও টেলিযোগাযোগ, এবং যুব মন্ত্রণালয়ের অফিস রয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, এবং কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢাকা পড়ে পুরো সচিবালয় এলাকা। ভবনের গ্লাস ভেঙে নিচে পড়ে এবং বাইরে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলোতেও আগুন লেগে যায়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

আলিয়াকে নকল, সমালোচনায় দীপিকা!

সম্প্রতি বাবা-মা হয়েছেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। গতকাল ছিল বড়দিন। বিশেষ এই দিনে ক্রিসমাস পার্টির...

এই বিভাগের অন্যান্য সংবাদ