spot_img

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের তারিখ ও ভেন্যু প্রকাশ

অবশ্যই পরুন

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষ পর্যন্ত হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। যদিও এখনো চূড়ান্ত সূচি প্রকাশের অপেক্ষায় রয়েছে ক্রিকেটভক্তরা। যদিও তার জানা গেলো ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচগুলোর দিন, তারিখ ও ভেন্যু।

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ানের সঙ্গে চূড়ান্ত আলোচনা করেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান ভারতের ম্যাচগুলো রাখছে সংযুক্ত আরব আমিরাতে।

এ বিষয়ে পিসিবির মুখপাত্র আমির মীর বলেছেন, ‘পিসিবি চ্যাম্পিয়নস ট্রফির জন্য সংযুক্ত আরব আমিরাতকে নিরপেক্ষ ভেন্যু হিসাবে বেছে নিয়েছে।’ চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।

অন্যদিকে টুর্নামেন্টে পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। এর আগে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ভারত তাদের পরের ম্যাচ খেলবে ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে। এই সব খেলা আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই সম্ভবত অনুষ্ঠিত হবে।

২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে খেলবে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের তারিখ জানা যায়নি এখনো। তবে ম্যাচটি পাকিস্তানের কোন ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনালের জন্য ৪ মার্চ (রিজার্ভ ডে ছাড়া) এবং ৫ মার্চ (রিজার্ভ ডে সহ) নির্ধারিত রয়েছে। ৯ মার্চ ফাইনালেও রিজার্ভ ডে রয়েছে।

উল্লেখ্য, ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে তারা খেলবে প্রথম সেমিফাইনালে। সেই ম্যাচ হবে আরব আমিরাতে। ভারত উঠতে না পারলে সেমিফাইনাল দুটিই হবে পাকিস্তানে।

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ গ্রুপ • গ্রুপ এ – পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং নিউজিল্যান্ড • গ্রুপ বি – আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ সংবাদ

পপ তারকা ম্যাডোনার সঙ্গে পোপ ফ্রান্সিসের ডিপফেক ছবি নিয়ে বিতর্ক!

ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস পপ তারকা ম্যাডোনাকে জড়িয়ে চুমু খাচ্ছেন, এমন এক ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ