spot_img

নিউ ইয়র্কে সাবওয়ে ট্রেনে ঘুমন্ত নারী যাত্রীকে পুড়িয়ে হত্যা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাবওয়ে ট্রেনে ঘুমন্ত নারী যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার (২২ ডিসেম্বর) সকালে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনের একটি ট্রেনে এ ঘটনাটি ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, চলন্ত পাতাল ট্রেনে ঘুমন্ত নারীকে পুড়িয়ে হত্যায় জড়িত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছেন। যিনি একটি থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত অবস্থায় থাকা এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত। এই ঘটনার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে।

এনওয়াইপিডি জানায়, ওই নারী একটি থেমে থাকা ‘এফ’ ট্রেনের ভেতরে সকাল সাড়ে ৭ অবস্থায় বসে ছিলেন। এই সময় অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে এসে একটি লাইটার দিয়ে তার পোশাকে আগুন ধরিয়ে দেয়।

উল্লেখ্য, ঘটনায় জড়িত এক ব্যক্তিকে খুঁজছে নিউ ইয়র্ক পুলিশ। এছাড়াও সাবওয়েতে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

নতুন এইচএমপি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি

বাংলাদেশে এক রোগীর শরীরে এইচএমপি ভাইরাস শনাক্ত হওয়ার খবর দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ