spot_img

২০ সেনা ও পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

গুমের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ২০ জন সেনা ও পুলিশ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় পাসপোর্ট স্থগিত করে দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গুম সম্পর্কিত তদন্তের প্রয়োজনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগই র‌্যাবে কর্মরত ছিলেন।

নিষেধাজ্ঞা পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— র‌্যাবের সাবেক ডিজি: মোখলেছুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ড. বেনজীর আহমেদ, সাবেক এডিজি: জিয়াউল আহসান কমান্ডিং অফিসাররা: লে. কর্নেল মিফাত উদ্দিন আহমেদ (র‌্যাব-৭), লে. কর্নেল মো. কামরুল হাসান (র‌্যাব-১১), লে. কর্নেল সারোয়ার-বিন-কাশেম (র‌্যাব-১), খন্দকার লুৎফুল কবির (র‌্যাব-৪), শাহাবুদ্দিন খান (র‌্যাব-১০) গোয়েন্দা কর্মকর্তারা: লে. কর্নেল মো. মাহবুব আলম (র‌্যাব), মনিরুল ইসলাম (এসবি), মো. হারুন অর রশীদ (ডিবি), মো. আসাদুজ্জামান (সিটিটিসি), শেখ মুহাম্মদ মারুফ হাসান (ডিএমপি), মশিউর রহমান (ডিবি), তৌহিদুল ইসলাম (সিটিটিসি)
ডিজিএফআইর কর্মকর্তারা: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদ-উল-ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিক

গুম সম্পর্কিত কমিশন অফ ইনকোয়ারির অনুরোধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে গুমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ২২ জন সেনা ও দুই পুলিশ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত করা হয়েছিল।

এসবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে পাঠানো তালিকায় উল্লেখিত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। নির্দেশনার আলোকে তাদের বিদেশে যাওয়ার পথ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ