spot_img

বিজয় ছিনিয়ে নেয়ার হিম্মত কারো নেই : মুশফিকুল ফজল আনসারী

অবশ্যই পরুন

বাংলাদেশের বিজয় ছিনিয়ে নেয়ার হিম্মত কারো নেই মন্তব্য করে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, ‘বিজয় কেউ আমাদের কোনো সোনার থালায় উপঢৌকন হিসেবে এনে দেয়নি।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মুশফিকুল ফজল আনসারী তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি একথা লিখেন।

মুশফিকুল ফজল আনসারি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের দিন, আমাদের বিজয় দিবস। এ বিজয় কেউ আমাদের কোনো সোনার থালায় উপঢৌকন হিসেবে এনে দেয়নি। আমাদের তা অর্জন করতে হয়েছে অসীম ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে।

আমাদের মুক্তির সংগ্রামে বিশ্বের অনেক দেশ ও সংস্থা পাশে দাঁড়িয়েছে। সহায়তা করেছে, যুগিয়েছে সাহস ও শক্তি। প্রতিবেশী ভারত মিত্র বাহিনী গঠনের মাধ্যমে আমাদের সহযোগী ছিল এবং অসংখ্য শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

তবে, বাংলাদেশের বিজয়কে ছিনিয়ে নেয়ার হিম্মত কারো নেই। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় অন্য কোনো দেশের কাছে বর্গা দেয়া নয়।

সর্বশেষ সংবাদ

ভারত–পাকিস্তান ম্যাচের ভেন্যু জটিলতার যে সমাধান দিলেন শেহজাদ

রাজনৈতিক বৈরিতার জের ধরে লম্বা সময় ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলে ভারত-পাকিস্তান। দুই দেশের দেখাই হয় শুধুমাত্র এসিসি এবং আইসিসি...

এই বিভাগের অন্যান্য সংবাদ