spot_img

সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান

অবশ্যই পরুন

সিরীয়ার সদ্য পদচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে সিরিয়াবাসীকে অভিনন্দন জানিয়েছেন অধিকৃত পশ্চিমতীরের ইসলামী আন্দোলনের প্রধান শায়খ রায়েদ সালাহ। এ সময় সিরিয়া নিয়ে বিভিন্ন দেশের ষড়যন্ত্র বিষয়েও তাদের সতর্ক করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মুবাশিরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শায়খ রায়েদ সালাহ বলেন, সিরিয়ায় অবশেষ অন্ধকার যুগের অবসান ঘটেছে। শেষ হয়েছে অন্ধকার কুঠরি ও ফাঁসির ইতিহাস। এখন সিরিয়া কেবল সামনে বাড়বে।

সিরিয়ার বিদ্রোহী থেকে ক্ষমতায় আসা গোষ্ঠীটির প্রশংসা করে তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা হলো, আল্লাহ তায়ালা যাদেরকে আজাদির নেয়ামতে ধন্য করেন, তারা সেটিকে অর্থবহ করে তুলতে পারে। ফলে তাদের কথা হয় পরিপক্ক, চলাফেরা হয় যথাযথ এবং পরিচালন দক্ষতাও হয় সুগঠিত।

এ সময় তিনি আরো বলেন, বর্তমান ক্ষমতাসীন দলের প্রথম সফলতা হলো, সবাইকে তারা বুঝাতে সক্ষম হয়েছে যে ধর্ম, বর্ণ বা দলীয়ভাবে যতই ভিন্নতা থাকুক, সিরিয়া সকলের।

তবে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে সিরিয়াকে নিয়ে কেউ কেউ দুরভিসন্ধিতে লিপ্ত। তবে দুঃখজনক ব্যাপার হলো, তাদের মধ্যে অনারবদের মতো আরবীয় কোনো কোনো পক্ষও জড়িত। তারা চায়, সিরিয়ায় অস্থিরতা সৃষ্টি করে নিজেদের কলুষিত করতে।

তিনি সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলেন, এখনই ওসব ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক হতে হবে। অঙ্কুরেই তার মূলোৎপাটন করতে হবে। যেন আগামীর সিরীয়া শান্ত ও স্থিতিশীল থাকে।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর সিরীয়ার রাজধানী দামেস্ক নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এরপর তারা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ও সড়ক থেকে ক্ষমতাচ্যুত সরকারের বাহিনীকে প্রত্যাহার করে। এর মধ্য দিয়ে বাথ পার্টির ৬১ বছরের শাসন এবং আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের ইতি ঘটে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ