spot_img

রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫ বছর পর আফগানিস্তানকে হারাল জিম্বাবুয়ে

অবশ্যই পরুন

শেষ ওভারের নাটকীয়তায় পাঁচ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে জয় পেয়েছে জিম্বাবুয়ে।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে চার উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে।

এ নিয়ে দ্বিতীয়বার আফগানদের হারাল জিম্বাবুয়ে। প্রথম ও সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের মাটিতে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।

হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩৪ রানে চার উইকেট হারায় আফগানিস্তান। এ সময় নয় রানে দু’ উইকেট নিয়ে আফগানদের শুরুতেই চাপে ফেলেন পেসার রিচার্ড এনগারাভা।

১১তম ওভারে দলীয় ৫৮ রানে পঞ্চম উইকেট পতন হলেও ষষ্ঠ উইকেটে শক্ত হাতে দলের হাল ধরেন করিম জানাত ও মোহাম্মদ নবি। ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার করে ৪৯ বলে ৭৯ রানের জুটি গড়েন দু’জনে।

১৯তম ওভারে টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরি করেন জানাত। ওই ওভারেই নবিকে ফিরিয়ে তৃতীয় উইকেটের দেখা পান এনগারাভা। পাঁচটি চার ও একটি ছক্কায় ২৭ বলে ৪৪ রান করেন নবি।

ইনিংসের শেষ পর্যন্ত খেলে আফগানিস্তানকে ছয় উইকেটে ১৪৪ রানের সংগ্রহ এনে দেন জানাত। পাঁচটি চারে ৪৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন তিনি। জিম্বাবুয়ের এনগারাভা ২৮ রানে তিন উইকেট নেন।

১৪৫ রানের টার্গেটে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্সের ৬২ বলে ৭৫ রানের সুবাদে জয়ের পথে থাকে জিম্বাবুয়ে।

১৪তম ওভারে দলীয় ৮৬ রানে মায়ার্সকে থামিয়ে আফগানদের খেলায় ফেরার পথ দেখান স্পিনার নবি। পেসার নাভিন উল হক ও স্পিনার রশিদ খানের তোপে ১৯তম ওভারে ১২৮ রানে ষষ্ঠ উইকেট হারায় জিম্বাবুয়ে। এ সময় ৪২ রানে পাঁচ উইকেট হারায় তারা।

এতে শেষ ওভারে জয়ের জন্য ১১ রানের দরকারে পেসার আজমতুল্লাহ ওমারজাইর প্রথম ডেলিভারিতে চার মারেন জিম্বাবুয়ের ব্যাটার টাশিঙ্গা মুসেকিওয়া। পরের দু’ বলে দু’ রান করে চার রান নেন তিনি। চতুর্থ বলে ডট হবার পর পঞ্চম বলে আবারো দু’ রান নেন মুসেকিওয়া। তাই প্রথম পাঁচ বলে ১০ রান পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ বলে এক রান নিয়ে জিম্বাবুয়েকে জয়ের আনন্দে ভাসান মুসেকিওয়া।

পাঁচটি চারে জিম্বাবুয়ের পক্ষে ৪৯ বলে সর্বোচ্চ ৪৯ রান করে ম্যাচ সেরা হন বেনেট। এছাড়া দু’টি চার ও একটি ছক্কায় ২৯ বলে মায়ার্স ৩২ ও মুসেকিওয়া ১৩ বলে অপরাজিত ১৬ রান করেন। আফগানিস্তানের নাভিন তিনটি ও রশিদ দু’ উইকেট নেন।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ