spot_img

আ. লীগ এবং জাতীয় পার্টি দেশের ৫০% জনগণের প্রতিনিধিত্ব করে: জিএম কাদের

অবশ্যই পরুন

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গলাবাজি করে প্রতিবাদ জানানোর কিছু নেই। নিজেদের মত করে তার জবাব দিতে হবে, প্রতিহত করতে হবে- এমনটা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময়, আগামী নির্বাচনে আওয়ামী লীগসহ নিবন্ধিত সব দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে বলে দাবি করেন তিনি।

জিএম কাদের বলেন, সবদলের অংশগ্রহণে নির্বাচন না হলে শেখ হাসিনার সাথে কোনো পার্থক্য থাকবে না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের ৫০ শতভাগ জনগণের প্রতিনিধিত্ব করে। দলটিকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাকে জাতিগতভাবে সংঘাতপূর্ণ ও অবিশ্বাস তৈরি করবে বলে মনে করেন জিএম কাদের৷

আলোচনা সভায়, প্রধান উপদেষ্টা সর্বদলীয় জাতীয় ঐক্যের ডাকের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আশঙ্কা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ