spot_img

সিরিয়া যুদ্ধ থেকে দূরে থাকুন: ইরাকের প্রধানমন্ত্রীকে বিদ্রোহী নেতা জোলানি

অবশ্যই পরুন

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির প্রতি সিরিয়ার যুদ্ধ থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি। খবর বার্তা সংস্থা এএফপির।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

এর আগে, সোমবার (২ ডিসেম্বর) সিরিয়াকে সাহায্য করতে ইরাক থেকে সেনা পাঠানোর অনুরোধ জানায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতেব হিজবুল্লাহ। কাতেব ইরান সমর্থিত সাবেক আধা সামরিক বাহিনীগুলোর জোট হাশেদ আল-শাবির অংশ। বর্তমানে গোষ্ঠীটি ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অন্তর্ভুক্ত।

সেনা পাঠানোর অনুরোধ জানানোর প্রেক্ষিতে এইচটিএস করলো এই পাল্টা অনুরোধ। তবে ইরাক জানিয়েছে, তারা সিরিয়ার সঙ্গে থাকা তাদের ৬০০ কিলোমিটার সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করতে সাঁজোয়া যান পাঠিয়েছে।

ভিডিও বার্তায় জোলানি ইরাকের প্রধানমন্ত্রীকে সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তাতে না জড়ানোর অনুরোধ করেন। তিনি হুঁশিয়ারি ব্যক্ত করে শিয়া আল-সুদানির উদ্দেশ্যে বলেন– সিরিয়ায় যা ঘটছে, তাতে হস্তক্ষেপ করা থেকে হাশেদ আল-শাবিকে বিরত রাখুন।

তিনি বলেন, সিরিয়ার চলমান যুদ্ধে ইরাকে অনেকে ভয়ে আছেন। এর মধ্যে অনেক রাজনীতিকও রয়েছেন, যারা মনে করছেন সিরিয়ার চলমান পরিস্থিতি ইরাক পর্যন্ত গড়াবে। অথচ তাদের এই ধারণা শতভাগ ভুল।

সম্প্রতি, অল্প সময়ের মধ্যে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস ও তাদের মিত্ররা সিরিয়ার গুরুত্বপূর্ণ দুই শহর আলেপ্পো ও হামা দখল করে নিয়েছে। এতে বড় ধরনের চাপের মুখে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার মিত্রদেশ রাশিয়া ও ইরান। লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ