spot_img

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ক্যারিবিয়ানদের দল ঘোষণা

অবশ্যই পরুন

কয়েক ঘণ্টার ব্যবধানে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। নাজমুল হোসেন শান্তর চোটের কারণে বিকেলে বাংলাদেশ ১৪ সদস্যের দল ঘোষণা করে, যার নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ।

অন্যদিকে, তিন ম্যাচের এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের অধিনায়ক হিসেবে থাকছেন শাই হোপ।

সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা সিরিজের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এনেছে ক্যারিবিয়ানরা। হেইডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জাস্টিন গ্রিভস এবং আমির জাঙ্গু। আমির জাঙ্গু এখনো ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো ম্যাচ খেলেননি। সুপার৫০ টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেই দলে জায়গা পেয়েছেন তিনি। সেখানে ৭ ইনিংসে ৮৯.২০ গড়ে ৪৪৬ রান করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সিরিজ সূচি:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৮ ডিসেম্বর, সব ম্যাচই অনুষ্ঠিত হবে সেইন্ট কিটসে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল:
শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেমরন রাদারফোর্ড, জেডন সিলস, এবং রোমারিও শেফার্ড।

সর্বশেষ সংবাদ

পুতিনের সঙ্গে বৈঠক, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ