spot_img

ডেনমার্কের ভূগর্ভে হামাসের গোপন অস্ত্রভাণ্ডার

অবশ্যই পরুন

ডেনমার্কের শহর নাইবোর্গের কাছে হামাসের একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম পাওয়া গেছে। বিষয়টি জার্মান অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রেস সার্ভিস থেকে নিশ্চিত করা হয়েছে। খবর ড্যানিশ চ্যানেল টিভি-২ ফিন।

এ ব্যাপারে প্রেস মুখপাত্র ইনেস পিটারসন টিভি-২ ফিনকে বলেন, ‘আমরা অস্ত্র গুদামটি ঠিক কোথায় ছিল তা প্রকাশ করতে পারব না। তবে গুদামে বেশ কিছু হ্যান্ডগান ছিল।’

পিটারসন জানিয়েছেন, ফিন দ্বীপে অস্ত্রের মজুদ দুই বছর আগে বন্ধ হয়ে গেছে এবং অস্ত্রভাণ্ডার হয়তো নতুন কোনো জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

ডেনমার্কে হামাসের অস্ত্রের মজুদ রয়েছে, এমন তথ্য এর আগেও জার্মান গোয়েন্দা কর্তৃপক্ষ প্রকাশ করেছিল। ওই খবর প্রকাশিত হওয়ার পর পাশের দেশ সুইডেন নড়েচড়ে বসে এবং হামাস সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ডেনমার্কের মতো সুইডেনেও তাদের গোপন অস্ত্র মজুদ রাখতে পারে বলে একাধিক সন্ত্রাসবিষয়ক বিশেষজ্ঞ মত প্রকাশ করেন।

উল্লেখ্য, গত সপ্তাহের শুরুর দিকে চারজন সন্দেহভাজন হামাস সদস্যের বিরুদ্ধে জার্মানির একটি আদালত অভিযোগ এনেছিল। অভিযোগে বলা হয়, ডেনমার্ক, পোল্যান্ড ও বুলগেরিয়াতে ইহুদি প্রতিষ্ঠানগুলোতে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে তারা অস্ত্রের মজুদ করেছিল।

সর্বশেষ সংবাদ

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরানি সেনাপ্রধান

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সেনাপ্রধান মেজর-জেনারেল মোহাম্মদ বাঘেরি। মঙ্গলবার ইরানি বার্তাসংস্থা আইআরএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ