spot_img

হোয়াইটওয়াশ মিশনে বাংলাদেশ, টস হেরে ফিল্ডিং জ্যোতিদের

অবশ্যই পরুন

হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিংয় করছে নিগার সুলতানা জ্যোতির দল। সোমবার (২ ডিসেম্বর) মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হয় ম্যাচটি।

প্রথম দুই ওয়ানডেতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বেশ উজ্জীবিত বাংলাদেশের দেখা মিলেছে। সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিংয়ে স্বস্তি ফিরিয়েছেন ১৬ মাস পর দলে ফেরা শারমিন আক্তার সুপ্তা। দুই ম্যাচ মিলিয়ে তিনি করেছেন ১৩৯ রান। প্রথম ওয়ানডেতে চার রানের আক্ষেপ নিয়ে সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন শারমিন।

ব্যাটে ধারাবাহিকতা ধরে রেখেছেন ওপেনার ফারজানা হক। টানা দুটি ফিফটি করেছেন তিনি। বোলিংয়ে বরাবরের মতো ভরসা হয়ে আছেন মারুফা-নাহিদারা।

বাংলাদেশ একাদশ:

নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক, মুরশিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, সোবহানা মুশতারি, স্বর্ণা আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, মারুফা আক্তার।

আয়ারল্যান্ড একাদশ:

গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যালানা ড্যালজেল, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, অ্যারলেন ক্যালি, অ্যামি ম্যাগুয়ের, ক্যারা ম্যারে, ওরলা প্রেনডারগাস্ট, লেয়াহ পল, উনা রেইমন্ড, ফ্রেয়া সারজেন্ট।

সর্বশেষ সংবাদ

ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতীয় জেলেদের ওপর নির্যাতন সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে গভীর হতাশা ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ