spot_img

ইসরায়েলে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপের দাবি হুথিদের

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে সংকট কাটছেই না। হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত থামলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ইতি ঘটেনি। এর মাঝেই এক বিবৃতিতে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে এই ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতিতে হুথি বলেছে, ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশ্য করে একটি ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম ‘প্যালেস্টাইন ২’। তাদের দাবি, এই ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি’ ইয়েমেনে তৈরি।

এদিকে, ইসরায়েলে সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে তাদের বিমানবাহিনী। রোববার (১ ডিসেম্বর) সকালে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রসন শুরুর পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুথি। এ সময় লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচলেও বাধা দিয়েছে এ গোষ্ঠীটি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ