spot_img

জ্যামাইকায় প্রথম দিনের প্রাপ্তি সাদমানের ফিফটি

অবশ্যই পরুন

জ্যামাইকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশ দলের প্রাপ্তি ছিল সাদমানের ফিফটি। ভেজা আউটফিল্ডের কারণে অপেক্ষা বাড়তে থাকে জ্যামাইকা টেস্ট শুরুর। ফলে দু’সেশনের খেলা মাঠেই গড়ায়নি। এমনকি শেষ সেশনের আগে টস করাও সম্ভব হয়নি। এরপর অবশ্য টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র ১০ রানে জোড়া উইকেট হারায় টাইগাররা। যদিও সেই ধাক্কা সামলে দিয়েছেন সাদমান ইসলাম। সুবাদে আর কোনো উইকেট না হারিয়ে ৬৯ রানে দিনশেষ করে টাইগাররা।

এদিন বরাবরের মতো ব্যর্থ টপ অর্ডার। মাত্র ৮ রানের মাথায় বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। রোচের করা পঞ্চম ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ১২ বলে ৩ রান আসে তার ব্যাটে।

এক ওভার পর বিদায় নেন মুমিনুল হকও। তিনিও রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। তাতে মাত্র ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।

সেই ধাক্কা সামলে দলকে উদ্ধার করেন সাদমান ইসলাম। তাকে সঙ্গ দেন শাহাদাত দিপু। যখন আরো একবার ব্যাটিং ধসের শঙ্কায় আতঙ্কিত দল, তখন ১৪১ বলে ৫৯ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েছেন দুজনে। আর কোনো উইকেট হারায়নি দল।

অবশ্য উইকেট হারানোর সম্ভাবনা বেশ কয়েকবারই হয়েছিল। তিনটা ক্যাচ মিস হয়। দু’বার জীবন পান সাদমান, একবার দিপু। অন্যথায় দিনটা ভুলে যাবার মতোই হতো টাইগারদের।

এদিকে এদিন ২৯তম ওভারের দ্বিতীয় বলে হজকে ছক্কা মারেন সাদমান, যা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ছক্কা। ২০তম টেস্ট আর ৩৮তম ইনিংসে এসে প্রথম আন্তর্জাতিক ছক্কা হাকালেন এই ওপেনার।

জীবন পেয়ে ইনিংস সাজিয়েছেন সাদমান। তুলে নিয়েছেন পঞ্চম টেস্ট ফিফটি। সাদমান ১০০ বলে ৫০ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। ৬৩ বলে ১২ রানে দিন শেষ করেছেন দিপু।

সর্বশেষ সংবাদ

নতুন এইচএমপি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি

বাংলাদেশে এক রোগীর শরীরে এইচএমপি ভাইরাস শনাক্ত হওয়ার খবর দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ