spot_img

নিজেকে তারকা বলতে নারাজ কাল্কি!

অবশ্যই পরুন

বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। বলিউডে প্রথম সারির যে নায়িকাদের দেখে সকালে অভ্যস্ত, কাল্কি কোয়েচিন তাঁদের থেকে একেবারেই আলাদা। একজন সফল নায়িকা হওয়ার থেকে তিনি একজন বড় শিল্পী হওয়ার দিকেই বেশি মনোযোগ দেন। খুব সাধারণ জীবন যাপন করতেই অভ্যস্ত তিনি। নিজেকে একজন বড় তারকা মানতে একেবারেই নারাজ কাল্কি। কারণ কী?

সম্প্রতি ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানুষ যা ভাবে, বাস্তব তার থেকে একেবারেই অন্যরকম। আমি খুব সাধারণ জীবন যাপন করতেই পছন্দ করি। অনেক সময় কাজ না করে বাড়িতে থাকি অথবা গোয়ায় ছুটি কাটাতে চলে যাই।’

অভিনেত্রী আরও বলেন, ‘সিনেমার পাশাপাশি আমি অনেক সময় থিয়েটার করে সময় অতিবাহিত করি। আমাকে অনেকে পাবলিক ট্রান্সপোর্টে দেখে অবাক হয়ে যান, অনেকে আবার কেউ বলেন আমি কেন দেহরক্ষী রাখি না। আমার মনে হয় আমি যেমন, তার থেকে অন্যরকম একটি ইমেজ মানুষের মধ্যে তৈরি হয়ে রয়েছে।’

প্রসঙ্গত, ২০০৮ সালে নিজের কর্ম জীবন শুরু করেছিলেন কাল্কি। ‘ইয়ে জওয়ানি হে দিওয়ানি’, ‘গালি বয়’, ‘রিবন’, ‘গোল্ডফিশ’, ‘হ্যাপি এন্ডিং’, ‘মার্গারিটা উইথ এ স্ট্র’ সহ একাধিক সিনেমায় অভিনয় করে মানুষের মন জয় করেছেন কাল্কি। একাধিক পুরস্কার পাওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কারেও পুরস্কৃত হয়েছেন তিনি। ২০২৩ সালে ‘খো গেয়ে হাম কাহা’ নামক একটি সিনেমায় সহ অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ওই একই বছর ‘শ্যাম বাহাদুর’ সিনেমায় একটি আইটেম ডান্স করতে দেখা যায় অভিনেত্রীকে।

সর্বশেষ সংবাদ

প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে গ্রেফতার ৩

বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক...

এই বিভাগের অন্যান্য সংবাদ