spot_img

নতুন লুকে কিয়ারা, নেটমাধ্যমে ঝড়

অবশ্যই পরুন

বর্তমান সময়ের বলিউডের জনপ্রিয় অভেনেত্রীদের একজন কিয়ারা আদভানি। সৌন্দর্য আর অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। একের পর এক চোখ ধাঁধানো অভিনয় উপহার দিচ্ছেন কিয়ারা। কিয়ারা অভিনীত দক্ষিণের ছবি ‘গেম চেঞ্জার’ ঘিরে দর্শকের উৎসাহ–উদ্দীপনা বেড়ে চলেছে। সম্প্রতি নির্মাতারা ‘গেম চেঞ্জার’ ছবির এক নতুন পোস্টার প্রকাশ্যে এনেছেন।

এই পোস্টারে ছবির নায়িকা কিয়ারা আদভানিকে নতুন লুকে দেখা গেছে। তবে কিয়ারার নতুন লুক প্রকাশ্যে আসতেই বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটনাগরিকরা। পোস্টার নিয়ে সমালোচনা করছেন অনেকেই।

দক্ষিণি পরিচালক এস শংকর পরিচালিত ‘গেম চেঞ্জার’ আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে। নির্মাতারা সদ্য এই ছবির তৃতীয় গান ‘নানা হিরানা’র প্রোমোশনাল পোস্টার রিলিজ করেছেন। এই পোস্টারে কিয়ারাকে স্বর্গের অপ্সরা রূপে দেখিয়েছেন নির্মাতারা। কিন্তু কিয়ারার এই ‘অপ্সরা’ রূপ মোটেও পছন্দ হয়নি নেটনাগরিকদের। তাঁদের কাছে কিয়ারার এই লুক ‘ভয়ংকর’ মনে হয়েছে।

কিয়ারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই পোস্টার সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। একজন দর্শক এই লুক দেখে মন্তব্য করেছেন, ‘সত্যি করে জোকার মনে হচ্ছে।’ আরেকজনের মন্তব্য, ‘অত্যন্ত বিরক্তিকর এটা। আর এখন থেকেই মনে হচ্ছে এটা মহা ফ্লপ এবং বেকার এক ছবি।’ এই বলিউড অভিনেত্রীর এক ভক্ত বিরক্তি প্রকাশ করে লিখেছেন, ‘আমার কিয়ারাকে এরা কী বানিয়ে দিয়েছে।’

আরেক নেট–নাগরিক বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘ভাই, এটা কোনোভাবে কিয়ারা হতেই পারে না। এমন জঘন্য পোস্টারের সম্মতি কে কীভাবে দিল? মনে হচ্ছে জেনেবুঝে ওকে বাজে দেখানো হয়েছে।’ আবার কেউ কেউ দীপিকার ‘ওম শান্তি ওম’ ছবির লুকের সঙ্গে কিয়ারার তুলনা টেনেছেন। তাঁদের বক্তব্য, ‘এই পোস্টার দীপিকার “ওম শান্তি ওম”-এর সস্তা সংস্করণ৷ সত্যিই কিম্ভূত এটা। আর এটা বানাতে তিন বছর লেগে গেল। তিন বছর পর এটা বানিয়েছে।’

‘গেম চেঞ্জার’ ছবিটি ২০২৫-এ ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। রাম চরণের সঙ্গে কিয়ারার এটা দ্বিতীয় তেলেগু ছবি। ২০১৯ সালে এই জুটিকে দেখা গিয়েছিল ‘বিনয় বিধা রামা’ ছবিতে।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি'জ-এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ