spot_img

বাংলাদেশে আটার কেজি ৪০০ টাকা হোক, চান বিজেপি নেতা

অবশ্যই পরুন

বাংলাদেশে সরকারি উদ্যোগে হিন্দু নিপীড়ন করা হচ্ছে- এমন অভিযোগ এনে বাংলাদেশের নাগরিকদের বয়কটের ডাক দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজ্য বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন এ বিজেপি নেতা।

তিনি বলেন, ‘শুধু মুখে নয়, বাংলাদেশকে কার্যক্ষেত্রেও কড়া উত্তর দেয়ার সময় এসেছে।’

‘এমন উত্তর দেন যাতে বাংলাদেশে যেন পাকিস্তানের মতো ১০০০ টাকা লিটার পেট্রোল আর ৪০০ টাকা কেজি আটা হয়,’ বলেন তিনি।

শুভেন্দু অধিকারীর আবেদন, ‘আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী ও ভারতপ্রেমী সম্পূর্ণভাবে বাংলাদেশীদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মাওলানারা যদি বলতে পারে হিন্দু নাপিতদের কাছে চুল-দাঁড়ি কাটবেন না, হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনবেন না, আমিও এখান থেকে ভারতপ্রেমীদের বলতে চাই- কড়া উত্তর দেয়ার সময় এসেছে। শুধু মুখে নয়, কার্যক্ষেত্রে। এমন উত্তর দেন যাতে বাংলাদেশে আজকের বাজারে ১৫০ টাকা পেঁয়াজ আর ১২০ টাকা আলু এটা যেন পাকিস্তানের মতো ১০০০ টাকা লিটার পেট্রোল আর ৪০০ টাকা কেজি আটা হয়।’

ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দলের এ নেতার দাবি, ‘ফারাক্কার ওপর দিয়ে বিদ্যুৎ না গেলে বাংলাদেশের ৮০ ভাগ জায়গা এক্ষুণি অন্ধকার হয়ে যাবে। এটা কোনো বৈষম্যমূলক কথা নয়। আমার জাতীয় পতাকা আগে। এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছিলেন। তিন হাজার ভারতীয় সেনাসহ ১৭ হাজার বিএসএফ জওয়ান আত্মবলিদান দিয়েছেন। কোথায় ছিলেন এরা? ৩০ হাজার বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন। তারপর একাত্তরের বিজয় এসেছে।’

তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসে কলকাতায় মহাসমাবেশ করে বাংলাদেশের মাটিতে রাজাকার ও পাকিস্তানের চরদের জবাব এপার থেকে ভারতীয়রা দেবে।’

অন্যদিকে বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন, ‘বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশের হিন্দুদের বিজেপি নিয়ে আসছে। বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড় বাবু (কর্মকর্তা), বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু। এগুলো দেখা যায় না? মাদরাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না? পাল্টা হামলা যারা করছে, তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা… অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

সিদ্দিকুল্লা জানিয়েছেন, ‘এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল, তখন মোদিজি বলেছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন- এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। সন্ন্যাসী যদি অপরাধ করে অপরাধী, ইমাম অপরাধ করলে অপরাধী।’

সূত্র : হিন্দুস্তান টাইমস, এমএসএন

সর্বশেষ সংবাদ

জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাঁথা ও অবদানকে উপজীব্য করে ‘জুলাইয়ের কন্যারা... আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক নারী সমাবেশে...

এই বিভাগের অন্যান্য সংবাদ