spot_img

বিয়ে বাড়িতে গান গেয়েই ডুপ্লেক্স বাড়ি পেলেন গায়ক!

অবশ্যই পরুন

বর্তমান সময়ে সাফল্যের চূড়ায় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং বলা যেতেই পারে। খুব সাধারণ পরিবারে, সাধারণভাবে বেড়ে উঠেছিলেন তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। ফেম গুরুকুল নামে একটি গানের রিয়েলিটি শো দিয়ে প্রথম আসা জনসম্মুখে। তবে সেই শো-তে সেভাবে নজর কাড়তে সক্ষম হননি। এমনকী, হেরেও যান তিনি ফেম গুরুকুল। তবে কথাতেই তো আছে, গুণ আর ভাগ্য যদি সহায় হয়, তাহলে কেউই আটকাতে পারে না।

ভারতের এই জনপ্রিয় সংগীতশিল্পী কোটি কোটি টাকা উপার্জন করলেও তার জীবনযাপন অতিসাধারণ। পছন্দের গায়ক হওয়ার পাশাপাশি, ‘মাটির মানুষ’ হিসাবে অনুরাগীদের ‘মনের মানুষ’ হয়ে উঠেছেন এই শিল্পী।

র‌্যাপার ইক্কা সিং এবং রাফতার সম্প্রতি ‘চান্না মেরেয়া’ গায়ককে নিয়ে সামনে আনলেন বেশ কিছু অজানা কথা। কীভাবে অরিজিৎ সংগীতে সঠিকভাবে মনোনিবেশ করার জন্য, জীবনকে ঝামেলামুক্ত রাখেন, সঙ্গে বিয়ে বাড়িতে গান গেয়ে, সেই পারিশ্রমিক দিয়ে ডুপ্লেক্স কেনার প্রসঙ্গও উঠে আসে তাদের কথায়।

সম্প্রতি অনেস্টলি সেয়িং পডকাস্টে কথা বলতে গিয়ে ইক্কা বলেন, ‘সে (অরিজিৎ) যে পরিমাণ অর্থ উপার্জন করে তা যে কাওকে পাগল করে দিতে পারে। মিউজিক ইন্ডাস্ট্রির লোকেরা নিজেদেরকে ধনী মনে করে, এমনকি তারা এই অর্থের প্রদর্শনও করে, এর মধ্যে আমরাও অন্তর্ভুক্ত, কিন্তু অরিজিৎ আমাদের মতো ১০০জনকে খেয়ে নিতে পারে লাঞ্চে।’

ইক্কা আরও জানান, একবার একটি শো শেষ করে অরিজিৎ প্রেক্ষাগৃহ থেকে বেড়িয়েছেন। তার গাড়ি আসতে একটু বেশি সময় নিচ্ছিল। দেরি না করে একটা অটো ডেকে সেটাতে চড়ে বেরিয়ে যান। এতটাই সাধারণ বলিউডের এই অন্যতম সেরা গায়ক।

তিনি আরও বলেন, ‘উনি বিয়েতে পারফর্ম করেন না। একবার একজন তাকে প্রচুর জোর করছিলেন বিয়েতে পারফর্ম করার জন্য। শেষমেষ গায়ক তার কাছে পারিশ্রমিক হিসাবে চাইলেন মুম্বাইয়ের একটি ডুপ্লেক্স বাড়ি। সেই লোকও রাজি হয়ে গেলেন। মাত্র এক থেকে দেড় ঘন্টার পারফরম্যান্সের বিনিময়ে গায়ককে ডুপ্লেক্স গিফট করলেন তিনি।’

ইক্কা যোগ করেন, যে কেউ একবার খোঁজ করে দেখতে পারেন মুম্বাইয়ের বুকে একটি ডুপ্লেক্সের মূল্য কত! পাশ থেকে সায় দেন রাফতার।

ইক্কা আরও ফাঁস করলেন, ‘একটি স্টেজ-শো করতে এআর রহমান পারিশ্রমিক হিসাবে নেন ৩ কোটি টাকা। সেখানে অরিজিৎ দক্ষিণা হিসাবে নেন আরও অনেকটাই বেশি। তবে তিনি কিন্তু তাই বলে কলার উঁচিয়ে ঘুরে বেড়ান না।’

উল্লেখ্য, যদিও ডুপ্লেক্স বাড়ি উপহার পাওয়ার বিষয়ে অরিজিৎ সিং-কে প্রকাশ্যে কোনো কথা বলতে শোনা যায়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

সর্বশেষ সংবাদ

ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি

ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ