spot_img

জামিন পেলেন সেই সাময়িক বরখাস্ত হওয়া ম্যাজিস্ট্রেট ঊর্মি

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে জামিন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে জামিন প্রদান করে। এর আগে ৮ অক্টোবর গণ অধিকার পরিষদের সদস্য আবু হানিফ তার বিরুদ্ধে মামলার আবেদন করলে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে হাজির হতে সমন জারি করে।

মামলার অভিযোগে বাদী জানান, ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মি ফেসবুকে শহীদ আবু সাঈদসহ সরকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। তিনি সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও আপত্তিকর বক্তব্য প্রকাশ করেন, যা জনমনে ভীতি সৃষ্টি ও সরকারের বিরুদ্ধে বিষোদগার করার অভিযোগ আনা হয়।

এছাড়া, ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় তাপসী তাবাসসুমকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য নির্দেশ দেয়, কারণ তিনি সরকারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান ছিল।

উল্লেখ্য, লালমনিরহাট জেলা প্রশাসনের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই শহীদদের নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসেন। ফেসবুকে পোস্টে ঊর্মি। সেখানে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’ এছাড়া অন্য আরেক পোস্টে জুলাই শহীদদের সন্ত্রাসী ও মাদকাসক্ত বলে দাবি করেন তিনি।

এরপর থেকেই সমালোচনায় মুখে পড়েন ঊর্মি। এর পরিপ্রেক্ষিতে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগস্টের ৫ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৮৮টি ঘটনায় ৭০...

এই বিভাগের অন্যান্য সংবাদ