spot_img

নয়নতারা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করলেন ধানুশ

অবশ্যই পরুন

বেশকিছুদিন ধরেই আলোচনায় আছেন দক্ষিণের চলচ্চিত্রের জনপ্রিয় তারকা নয়নতারা ও ধানুশ। একসঙ্গে কাজও করেছেন এই নায়ক-নায়িকা। তবে কোনো সিনেমাউ অভিনয়ের জন্য তাদের নিয়ে চর্চা চলছে না। বরং নয়ন তারার বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করলেন অভিনেতা-প্রযোজক ধনুশ। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় অভিনেতার অভিযোগ, নয়নতারা তার তথ্যচিত্রে ধানুশ প্রযোজিত ‘নানুম রাউডি ধান’ সিনেমার ছবি, ভিডিয়ো ব্যবহার করেছেন কোনও অনুমতি ছাড়াই। মাদ্রাজ হাইকোর্টে নয়নতারা ও তার স্বামী পরিচালক ভিগ্নেশ শিবানের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন ধনুশ।

ধনুষের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেয়ার জন্য হাইকোর্টে অনুরোধ করে একটি আবেদনও করেছে। এই সংস্থার মাধ্যমে নেটফ্লিক্স ভারতে তাদের কনটেন্টে বিনিয়োগের রিপোর্ট করে। আদালত ইতোমধ্যেই সেই অনুমতি দিয়েছেন। সূত্রের খবর, পরবর্তী শুনানিতে নয়নতারাকে উত্তর দিতে হবে।

বেশকিছু দিন ধরেই নয়নতারা ও ধনুশের মধ্যে দ্বন্দ্ব চলছে। অভিনেত্রীর অভিযোগ, মুক্তির অপেক্ষায় থাকা তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’-এ ‘নানুম রৌডি ধান’ সিনেমার ফুটেজ, গান ব্যবহারের জন্য ধনুশের কাছে অনুমতি চান অভিনেত্রী। আর এই সিনেমাটির প্রযোজক ছিলেন অভিনেতা। দুই বছর ধরে চেষ্টা করলেও সে বিষয়ে কিছু বলেননি ধানুশ।

এরপর সেই সিনেমার ‘বিহাইন্ড দ্য সিনস’ থেকে ৩ সেকেন্ডের ফুটেজ ব্যবহার করা হলে ভিগ্নেশ-নয়নতারার বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিস পাঠান ধনুশ। যার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন অভিনেত্রী। কিছু দিন আগে তাঁদের ইন্ডাস্ট্রির এক বিয়েতে দেখা যায়। সেখানেও একে অন্যকে এড়িয়েই যান নয়নতারা ও ধনুষ, ভাইরাল হয় সেই ভিডিয়ো।

প্রসঙ্গত, ‘নানুম রাউডি ধান’ ২০১৫ সালে মুক্তি প্রাপ্ত একটি তামিল সিনেমা। সেই সেটেই একে অন্যের প্রেমে পড়েন নয়নতারা ও ভিগ্নেশ। সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে গিয়ে ২০২২ সালে বিয়ে করেন তারা।

সর্বশেষ সংবাদ

বেলারুশের ব্যালেন্সিয়াগা’র বাবল র‍্যাপ ড্রেস দিয়ে ফ্যাশন জগতে তোলপাড়

ফ্যাশনের ক্ষেত্রে সৃজনশীলতার কোনও সীমা নেই। বলা যায়, নতুনত্ব নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবসময় চলে প্রতিযোগিতা। পর্দার কাপড় কিংবা সংবাদপত্রের...

এই বিভাগের অন্যান্য সংবাদ