spot_img

মিয়ানমারের জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

অবশ্যই পরুন

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান।

স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) চিফ প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আইসিসি’র প্রি-ট্রায়াল চেম্বার ওয়ানে গ্রেফতারি পরোয়ানার এই আবেদন করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলা সহিংসতার তদন্ত করেছে আইসিসি। চার বছরেরও বেশি সময় ধরে চলে এই তদন্ত। সংগ্রহ করা হয়েছে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত যাবতীয় তথ্য। মিয়ানমারের কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এটিই প্রথম গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন।

উল্লেখ্য, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত নেত্রী অং সান সু চির কাছ থেকে ক্ষমতা নেন সিনিয়র জেনারেল মিন অং হ্লেইং। এরপর থেকে রোহিঙ্গাদের বিতাড়ন ও নিপীড়নের জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে।

দলবদ্ধ ধর্ষণ, হত্যা ও বাড়িঘরে অগ্নিসংযোগসহ জাতিগত নির্মূল অভিযান থেকে বাঁচতে প্রায় ১০ লাখ মানুষ প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ও ভারতের মধ্যে এফওসি বৈঠক ৯ ডিসেম্বর

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ