spot_img

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিয়ংইয়ং বিরোধী লিফলেট পাঠানোর অভিযোগ

অবশ্যই পরুন

আবারও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিয়ংইয়ং বিরোধী লিফলেট পাঠানোর অভিযোগ তুললো উত্তর কোরিয়া। বুধবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে সিওলের এমন কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বেলুনে করে উত্তর কোরিয়ায় রাষ্ট্রবিরোধী লিফলেট পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া। এমন অব্যাহত থাকলে সিওলকে কঠোর জবাব দেয়ারও হুঁশিয়ারি দিয়ে বিবৃতি দিয়েছে কিম জং উনের বোন।

কিম আরো বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে বেলুনে করে উত্তর কোরিয়ার রাষ্ট্রবিরোধী লিফলেটগুলো অনুসন্ধানের পর সংগ্রহ করে নিষ্পত্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে এই ঘৃণ্য কাজকে নিন্দা জানাই, যারা সরকার বিরোধী রাজনৈতিক এবং ষড়যন্ত্রমূলক আন্দোলনের জিনিসগুলিকে ছড়িয়ে গোটা অঞ্চলকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঢেলে দিচ্ছে,

মূলত, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত কিম জং উন বিরোধী উত্তর কোরিয়ার নাগরিকরা পাঠিয়ে থাকে এসব বেলুন। সম্প্রতি, বেলুন নিয়ে দু’দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এর আগে, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নজরদারি বেলুন পাঠানোর অভিযোগ তোলে কিম জং উনের দেশ।

সর্বশেষ সংবাদ

ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি

ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ