spot_img

রিয়াল শিবিরে ফের দুঃসংবাদ

অবশ্যই পরুন

রিয়াল মাদ্রিদ জানিয়েছে, দলটির তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। রিয়াল মাদ্রিদের মেডিকেল দল সোমবার (২৫ নভেম্বর) পরীক্ষার পর জানিয়েছে, ভিনিসিয়ুস বাঁ ঊরুর পেশিতে চোট পেয়েছেন। চ্যাম্পিয়নস লিগে আগামী বুধবার (২৭ নভেম্বর) রাতে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসের খেলার সম্ভাবনা দেখছে না রিয়াল।

এ বিষয়ে এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘রিয়ালের মেডিকেল সার্ভিসের পরীক্ষায় আজ (সোমবার) আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুসের বাঁ পায়ে হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে।’

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান এই তারকাকে। শঙ্কাটা সত্য হলে, চ্যাম্পিয়নস লিগে লিভারপুল ম্যাচের পর আগামী ১০ ডিসেম্বর আতালান্তার বিপক্ষে ম্যাচেও ব্রাজিলিয়ান তারকাকে পাবে না রিয়াল।

রোববার (২৪ নভেম্বর) রাতে লা-লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলের জয়ে পুরো সময় মাঠে ছিলেন ভিনিসিয়ুস। কিলিয়ান এমবাপ্পের করা প্রথম গোলের উৎসও ছিলেন তিনি। মাঠে তার খেলার কোনো অস্বস্তি চোখে না পড়লেও স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ড্রেসিংরুমে ফিরে অস্বস্তির কথা জানান ভিনি। এরপর স্থানীয় সময় সকালে তার শারীরিক পরীক্ষা করে রিয়ালের মেডিকেল দল।

গত মৌসুমের মতো এবারও রিয়ালের হয়ে দুর্দান্ত খেলছেন এই ব্রাজিলিয়ান। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে ভিনিসিয়ুস ১৮ ম্যাচে করেছেন ১২ গোল। এ মৌসুমে মাদ্রিদের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ভিনিই সর্বোচ্চ গোলদাতা।

সর্বশেষ সংবাদ

বিপ্লবের মাধ্যমে আসা সরকার ম্যান্ডেট নিয়ে চিন্তিত না : উপদেষ্টা রিজওয়ানা

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘বিপ্লবের মাধ্যমে আসা...

এই বিভাগের অন্যান্য সংবাদ