spot_img

হামলার পেছনে কারও ইন্ধন থাকলে কঠোরভাবে দমন: প্রেস সচিব

অবশ্যই পরুন

রাজধানী ঢাকায় গত দুই দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে জড়িয়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এছাড়া, সম্প্রতি ঢাকা ও সিটি কলেজেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে, সরকার এই সংঘর্ষগুলোর পেছনে যদি কোনো ইন্ধন থাকে, তা কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছে। সোমবার বিকেলে একটি গণমাধ্যমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘সরকার শিক্ষার্থীদের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। যদি এসব সংঘর্ষের পেছনে কোনো ইন্ধন থাকে, তবে তা কঠোর হাতে দমন করা হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনার প্রতি নজর রাখছে। আমরা ছাত্র-ছাত্রীদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের অন্য কোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।’

এদিকে, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে রোববার রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দিনেও সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজে হামলা হয়।

সর্বশেষ সংবাদ

‘কঠিন পরিস্থিতি থেকে গর্ব ও মর্যাদার সঙ্গে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ’

জনগণকে শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ বা গুজবে কান না দিয়ে সরকারের প্রতি সমর্থন ও আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ