spot_img

গোল পেলেন এমবাপে, বড় জয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

অবশ্যই পরুন

লা লিগায় লেগানেসকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এস্তাদিও মিউনিসিপ্যাল ডি বুটার্কে স্বাগতিকদের বিপক্ষে এ জয় তুলে নেয় রিয়াল। দলের হয়ে গোল করেন এমবাপ্পে, ভালভার্দে এবং বেলিংহ্যাম।

শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। যদিও দল পেতে বেশখানিকটা অপেক্ষা করতে হয় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচের দশম মিনিটে রিয়ালের হয়ে গোল করেন এমবাপ্পে। তবে অফসাইডে সেটি বাতিল হয়।

ম্যাচের ৪৩ তম মিনিটে গোলের সূচনা করেন কিলিয়ান এমবাপ্পে। লেগানেসের রক্ষণভাগের ভুলে প্রথম গোল পায় রিয়াল। লেগানেসের ফুটবলাররা রিয়াল মাদ্রিদের চাপে বল নিজেদের ডি-বক্সে নেয়ার সময় তা কেড়ে নেন ভিনিসিয়ুস। সেই বল এমবাপ্পেকে পাস দিলে সহজ এক গোল পান ফরাসি এই তারকা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর দু’দলই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে। তবে দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিটে উভয় দলের রক্ষণভাগকে ফাঁকি দিতে ব্যর্থ হয় দু’দলের ফরোয়ার্ডরা। ম্যাচের ৬৬ মিনিটে দ্বিতীয় গোল পায় রিয়াল মাদ্রিদ। চমৎকার ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভার্দে। আর ৮৫তম মিনিটে দলের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম। লুকা মদ্রিচের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি লেগানেস। বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াসের জোরাল শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে, ফিরতি বল হেডে ফাঁকা জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন বেলিংহ্যাম।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ম্যাচে রিয়াল ভক্তদের অন্যতম প্রাপ্তি এমবাপ্পের গোল পাওয়া। দীর্ঘদিন ধরেই গোল খরায় ভুগছিলেন এই ফ্রেঞ্চ তারকা। জুড বেলিংহ্যামও বরাবরের মত মুগ্ধ করেছেন। নিজে গোল পেয়েছেন, সতীর্থদের গোলের সুযোগ বানিয়ে দিয়েছিলেন। ভিনিসিয়াস জুনিয়র অবশ্য গোল পাননি, তবে আলো ছড়ানোর ক্ষেত্রে কম যাননি তিনিও। গোলের সুযোগ তৈরি করেছেন পাঁচবার, সফল ড্রিবলিং আছে পাঁচটা। ডুয়েল জিতেছেন দশবার।

এদিকে, নিজের কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মত লেগানেসের মুখোমুখি হয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। প্রথমবারেই বড় জয়, সাথে দুর্দান্ত টিম পারফরম্যান্স। নিশ্চিত চওড়া হাসি ও বিশাল স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছেন তিনি।

উল্লেখ্য, এই জয়ে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার আরও কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। ৩৪ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে। তবে, তারা খেলেছে একটি ম্যাচ বেশি। অর্থাৎ ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট বার্সার। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

সর্বশেষ সংবাদ

গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী অভিযুক্ত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ