spot_img

বছর ঘুরতেই ফের সুখবর দিলেন সানা খান

অবশ্যই পরুন

বলিউড অভিনেত্রী সানা খান। মুফতি আনাস সৈয়দকে বিয়ে করে সংসারে মন দিয়েছেন তিনি। বিদায় জানিয়েছেন অভিনয়কে। ইতোমধ্যেই এক সন্তানের জননী তিনি। এবার, ফের মা হচ্ছেন সানা। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সুখবর নিজেই শেয়ার করে সানা জানিয়েছেন।

২০২০ সালে সৈয়দের সঙ্গে বিয়ে হয় সানার। ২০২৩-এ কোলে আসে প্রথম সন্তান। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন সানা-সৈয়দ।

খুশির খবর শেয়ার করে সানা লেখেন, ‘আল্লাহর আশীর্বাদে আমাদের পরিবার তিন থেকে চার হচ্ছে। আল্লাহর আশীর্বাদে সে আসছে। সৈয়দ তারিখ জামিল তো ভীষণ উত্তেজিত। বড় দাদা হচ্ছে সেই আনন্দে একেবারে আত্মহারা। ছোট্ট সদস্যর ঘরে আসার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই মুহূর্তে আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদ চাই। আল্লাহ আমাদের এই সময়ে পাশে থাকুক।’

সানার পোস্টে ভালোবাসায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্খীরা।

সর্বশেষ সংবাদ

বড় সুখবর পেলেন মেহেদী হাসান মিরাজ

এবার আরও একটি সুখবর পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরআগে ফাইফার ও সেঞ্চুরি তুলে নিয়ে দলকে সিরিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ