spot_img

তোশাখানার নতুন মামলায় জামিন পেলেন ইমরান খান

অবশ্যই পরুন

তোশাখানার নতুন মামলায় জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

বুধবার (২০ নভেম্বর) ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন আবেদন গ্রহণ করেছেন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব খান।

জিও নিউজের খবরে বলা হয়েছে, পিটিআই প্রধান ইমরান খানের নামে নতুনভাবে ১০ লাখ টাকা অপব্যবহারের অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলায় জামিন আবেদন করেন ইমরান খানের আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে তাকে জামিন দেয়া হয়।

এদিকে, আইএইচসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে জামিনের অপব্যবহার না করার জন্য এবং একটি নির্দিষ্ট ছাড় না দেয়া পর্যন্ত প্রতিটি শুনানির তারিখে ট্রায়াল কোর্টে হাজির না হওয়ার বিষয়ে সতর্ক করে।

আবেদনকারী (ইমরান) ট্রায়াল কোর্টকে সহযোগিতা না করলে জামিন প্রত্যাহার করা যেতে পারে বলেও উল্লেখ করা হয়।

সূত্র : জিও নিউজ

সর্বশেষ সংবাদ

গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী অভিযুক্ত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ