spot_img

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

অবশ্যই পরুন

কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ স্থগিত করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন। সেখান থেকে ফিরে সংবাদ সম্মেলনে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছেন আন্দোলনরতরা।

আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার পর থেকে মহাখালীর রেলগেট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

এই আন্দোলনের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এছাড়া মহাখালী রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এতে ট্রেনের যাত্রী থেকে শুরু করে বাসের শত শত যাত্রীও চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। পরে ৪টার দিকে অবরোধ তুলে নিলে সেখানে যান ও রেল চলাচল শুরু হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ