spot_img

রাজনৈতিক স্বদিচ্ছা ছাড়া পুলিশ সংস্কার পুরোপুরি সম্ভব না: সফর রাজ

অবশ্যই পরুন

রাজনৈতিক স্বদিচ্ছা ছাড়া বাংলাদেশ পুলিশের সংস্কার কোনোভাবেই পুরোপুরি সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন।

সোমবার প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এসব জানান পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। বৈঠকে কমিশন প্রধানের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সফর রাজ বলেন, গেল ১৫ বছরে পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে। এটা বন্ধ করার জন্য সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। রাজনৈতিক স্বদিচ্ছা না থাকলে পুলিশ সংস্কার পুরোপুরি সম্ভব না।

তিনি বলেন, পুলিশের দুর্নীতি কমাতে কিছু পদক্ষেপ নিতে সুপারিশ করবে কমিশন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ যাতে গ্রেপ্তার এবং রিমান্ডে শুনানি করে সে ব্যাপারে কমিশন সুপারিশ করেছে।

তিনি জানান, পুলিশে চাকরিতে ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করেছে সংস্কার কমিশন। সফর রাজ জানান, ৫৪ ধারা ব্যবহার করে পুলিশ গ্রেপ্তার এবং রিমান্ড শুনানি করে। তাই ৫৪ ধারা বাতিলের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।

সর্বশেষ সংবাদ

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারা দেশে ১০৮৩ জন ডেঙ্গু...

এই বিভাগের অন্যান্য সংবাদ