spot_img

সংলাপ বন্ধ করে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে বললেন জোসেপ বোরেল

অবশ্যই পরুন

গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সংলাপ স্থগিত রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রস্তাব করবেন বলে জানিয়েছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। সোমবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। খবর রয়টার্সের।

ইইউ বৈঠকের আগে সাংবাদিকদের জোসেপ বোরেল বলেন, গাজা যুদ্ধ থামানোর জন্য অনেকেই চেষ্টা করেছেন। তবে এটি এখনো হয়নি। এমনটি শিগগিরব হবে, তার আশা আমি দেখতে পাচ্ছি না। তাই আমাদের ইসরায়েলি সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। একই সঙ্গে হামাসের ওপরও চাপ অব্যাহত রাখতে হবে।

গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান প্রস্তাব করেছিলেন যেন ২৭ দেশের এই জোট ইসরায়েলের সঙ্গে তাদের রাজনৈতিক সংলাপ স্থগিত করে। গাজা যুদ্ধে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা তুলে এমন প্রস্তাব করেন তিনি। চারজন কূটনীতিক ও একটি চিঠির বরাতে এই তথ্য জানায় রয়টার্স।

তবে তার এই প্রস্তাব সব ইইউ সদস্য দেশ স্বাগত জানাবে না, এমন ইঙ্গিত এরই মধ্যে পাওয়া গেছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প বলেছেন, ইইউ’র উচিত ইসরায়েলের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়া। তিনি বলেন, নেদারল্যান্ডসের দৃষ্টিকোণ থেকে, এই দরজা খোলা রাখা উচিত।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে অবরুদ্ধ ছোট্ট এই উপত্যকায় সাড়ে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখের বেশি আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।

এক বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

সিরিয়ার বাফার জোন ‘দখলের’ নির্দেশ নেতানিয়াহুর

সিরিয়া সীমান্তে বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ