spot_img

‘বলিউডে একতা, সম্মান নেই! তাই পিছিয়ে’: অজয়-অক্ষয়

অবশ্যই পরুন

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি কেন বলিউডের থেকে এগিয়ে? কোন অঙ্কে বারবার পিছিয়ে যাচ্ছে হিন্দি সিনে দুনিয়া? সেই প্রশ্নের উত্তরে হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে বিস্ফোরক তথ্যই ফাঁস করলেন অক্ষয় কুমার এবং অজয় দেবগণ।

দু’জনেই অ্যাকশন সুপারস্টার হিসেবে পরিচিত। কোটি কোটি টাকা খরচ করেও কেন সিনেবাজারে দক্ষিণের কাছে হেরে যাচ্ছে বলিউড? দুই অভিনেতার মুখেই শোনা গেল নিজেদের ইন্ডাস্ট্রি নিয়ে আত্মসমালোচনা!

দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির সঙ্গে বলিউডের ঠান্ডা লড়াই নতুন নয়! দীর্ঘদিন ধরেই বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী দেশের দুই সিনে ইন্ডাস্ট্রি। দাক্ষিণাত্যভূমের প্রযোজক-পরিচালকদের বিগ বাজেট সিনেমায় বহু বলিউড তারকারা অভিনয় করেছেন।

এমনকী দক্ষিণী তারকারাও প্যান ইন্ডিয়া দর্শকদের কাছে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন। ডাবিং সংস্কৃতি বা একাধিক ভাষায় বলিউড বা দক্ষিণী সিনেমা মুক্তি পেলেও পাখির চোখ কিন্তু থাকে বক্স অফিস ব্যবসার দিকে। আর সেক্ষেত্রেই দক্ষিণের পাল্লা খানিক ভারী।

তবে ২০২৩ সালে বলিউড তার ‘হারানো গৌরব’ ফিরে পেয়েছে পরপর দর্শকদের কয়েকটি অ্যাকশন সিনেমা উপহার দিয়ে। কিন্তু তবুও বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির ঠান্ডা লড়াই নিয়ে ওয়াকিবহল মহলে চর্চার অন্ত নেই। এবার অক্ষয় কুমার এবং অজয় দেবগণ সে বিষয়েই মুখ খুললেন।

বলিউডের তুলনায় কি তামিল, তেলুগু, কন্নড় কিংবা মালয়ালম ইন্ডাস্ট্রিতে একতা বেশি? প্রশ্ন উঠতেই হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে অক্ষয় বললেন, ‘আমাদের মধ্যে একতার অভাব। আমি জানি না অজয় এই বিষয়ে কী বলবে, তবে এই কথাটায় আমি পূর্ণ সমর্থন করি।’

অক্ষয়ের মুখের কথা কেড়ে নিয়েই অজয় বলেন, ‘আমারও তাই মনে হয়। আর এটা নিয়েই বরাবর আলোচনা করে এসেছি। ওপেনিং ডে-তে কত কালেকশন হল, সেটা মোদ্দা কথা নয়। তবে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির মধ্যে যে একতাটা রয়েছে, সেটা আমার সত্যিই ভালো লাগে। সত্যি বলছি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ঐক্যবদ্ধ নয়, আমি সবসময়ে চেয়েছি সকলে যেন একজোট হয়। আমাদের সময়ে একে-অপরের পাশে থেকেছি আমরা সবসময়ে যখনই দরকার পড়েছে। তবে নবীন প্রজন্মের মধ্যে এই বোধটা নেই।’

অজয় আরও বলেন, ‘আমরা যারা নয়ের দশকে একসঙ্গে কাজ শুরু করেছিলাম, আমি, শাহরুখ, সালমান, আমির, অক্ষয় এবং অনন্যারা, আমাদের মধ্যে কোনও রেষারেষি ছিল না। আমরা সবসময়ে একে-অপরের পাশে থেকেছি। এটা আমরা সকলেই জানি। আমাদের মধ্যে কোনও বিভাজন কেউ কখনও দেখেননি।’

অজয় দেবগণের মন্তব্য শেষ হতেই অক্ষয় কুমার আরেকটি বিষয় সংযোজন করেন। তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে সম্মানেরও অভাব। একতা নেই, সম্মান নেই, এগুলোই অনেক বড় বিষয়।’

এদিন মঞ্চ থেকেই অজয় বড় ঘোষণা দেন। জানান, তার পরিচালিত নতুন ছবিতে অক্ষয় মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ