spot_img

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ প্রসঙ্গে এবার মুখ খুললেন ভারতীয় প্রযোজক

অবশ্যই পরুন

বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে কিছুদিন ধরে এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে অভিষেক বচ্চনের পরকীয়ার জন্যই দূরত্ব বেড়েছে ঐশ্বরিয়ার সঙ্গে। আর গুঞ্জন উঠেছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গেও পরকীয়ায় করছেন অভিষেক। ‘দসভি’ সিনেমার শুটিং সেট থেকেই নাকি তিনি আর এ কারণে দূরত্ব বেড়েছে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার সঙ্গে। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অভিষেক-ঐশ্বরিয়া নীরব থাকলেও এবার এ প্রসঙ্গে কথা বললেন বলিউডের জনপ্রিয় প্রযোজক ও অভিনেতা নিখিল দ্বিবেদীর।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত মণিরত্নম পরিচালিত সিনেমা ‘রাবণ’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। এই সিনেমায় সহ-অভিনেতা হিসেবে কাজ করেছিলেন নিখিল দ্বিবেদী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই তারকা দম্পতির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

কইমইয়েরেক প্রতিবেদন থেকে জানা যায় নিখিল দ্বিবেদীর এই বিষয়টা প্রসঙ্গে বলেন, অভিষেক-ঐশ্বরিয়া তারা কখনো আলাদা হতেই পারে না। কীসের ভিত্তিতে তারকা দম্পতির হয়ে এ কথা বললেন নিখিল? নিখিলের কথার প্রেক্ষিতে এই প্রশ্ন তুলেছেন সাংবাদিকেরা। তাদের উত্তর দিতে গিয়ে পরিচালক-অভিনেতা সামনে এনেছেন তার অতীত অভিজ্ঞতা। স্মৃতি হাতড়ে উদাহরণ তুলে ধরেছেন, বিয়ের পরে তারকা দম্পতির একসঙ্গে কাটানোর নানা ঘটনা। নিখিলের দাবি, কাজ করার সুবাদে দুজনকে তিনি কাছ থেকে দেখেছেন। তার সেই অভিজ্ঞতা বলছে, আজীবন জনপ্রিয় তারকা জুটি সবসময় এক সঙ্গেই থাকবেন।

তিনি আরও জানিয়েছেন, যখন অভিষেক-ঐশ্বরিয়ার একই সিনেমায় অভিনয় করতেন তখন সবসময় একসঙ্গে থাকতেন। কাজের ফাঁকে আড্ডা, খুনসুটিতেই মেতে থাকতেন। কখনও মুখভার করে পরস্পরের থেকে মুখ ফিরিয়ে থাকতেন না। তারা দুজন দুজনকে ভালোবেসেই একসঙ্গে থাকেন, লোক দেখানোর জন্য নয়।

এই জায়গা থেকেই নিখিলের দাবি, নিন্দকেরা যা খুশি রটান, তিনি মানেন না। তার বিশ্বাস, এই জুটি এক্সঙ্গেই থাকবেন। অন্যদিকে শোনা যাচ্ছে একসঙ্গে সিনেমায় অভিনয় করবেন অভিষেক-ঐশ্বরিয়া। হয়তো তখন তারা পুরো বিষয়টা স্পষ্ট করবেন এমনটাই ভাবছে অভিষেক-ঐশ্বরিয়ার ভক্তরা।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনে অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৬ সালে ‘উমরাও জান’ সিনেমার শুটিং করতে গিয়ে তাদের প্রেম। এরপর পরের বছর ২০০৭ সালে তারা বিয়ে করেন। আর ২০১১ সালে তাদের কোলেজুড়ে আসে প্রথম কন্যা সন্তান আরাধ্য বচ্চন।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ