spot_img

ডাকাতির পর অপহরণের শিকার সেই শিশুকে উদ্ধার

অবশ্যই পরুন

বহুল আলোচিত ঢাকার আজিমপুরে বাসায় ডাকাতির পর শিশুকন্যাকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহরণকারীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যা। শনিবার সকালে র‌্যাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরের ওই বাসায় ভাড়াটিয়ার আত্মীয় সেজে বেড়াতে আসেন দুই ব্যক্তি। তারপর বাসার মালপত্রের সঙ্গে আট মাস বয়সী শিশুকেও নিয়ে যায় তারা। ঘটনা জানাজানি হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ডাকাতি হওয়া বাসার গৃহকর্ত্রী ফারজানা আখতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত।

জানা যায়, ফারজানা ও তাঁর স্বামী ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের কর্মী আবু জাফরের লালবাগের ১২/আই নম্বর বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। তাদের একটি কক্ষ খালি পড়ে থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া এক তরুণীকে সাবলেট দেওয়া হয়।বৃহস্পতিবার রাতে তিনি বাসায় ওঠেন। শুক্রবার সকালে ফারজানাকে সাবলেটে থাকা তরুণী জানান, তার ভাই আসবেন। সকাল ৯টার দিকে দরজায় কড়া নাড়লে ফারজানাই দরজা খুলে দেন। আর ওই সুযোগে দুজন বাসায় ঢুকে যান।

এ সময় ফারজানার স্বামীও বাসায় ছিলেন। দুই আগন্তুক বাসায় ঢুকেই ফারজানাকে ধাক্কা দিয়ে তার স্বামী যে কক্ষে রয়েছেন, সেটিতে ফেলে বাইরে থেকে দরজা আটকিয়ে দেন। তারপর ওই তরুণীসহ তারা তিনজন বাসা তছনছ করে তিন-চার ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে যান। সঙ্গে নিয়ে যান ফারজানা দম্পতির আট মাস বয়সী শিশু জাইফাকে।

সর্বশেষ সংবাদ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ড. মুহাম্মদ ইউনূসকে ১৪-১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আয়োজিত তিনদিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ